Close

October 12, 2017

সিফিলিস কি, সিফিলিস রোগের লক্ষণ ও এর প্রতিরোধ ব্যবস্থা কি

সিফিলিস, ট্রেপোসিফিলিস কি, সিফিলিস রোগের লক্ষণ ও এর প্রতিরোধ ব্যবস্থা কিনেমা পেলিডাম নামক একপ্রকার জীবাণুর সংক্রমণের ফলে হয়৷ যৌনমিলনের সময় আক্রান্ত ব্যক্তির শরীর থেকে সুস্থ ব্যক্তির শরীরে এই জীবাণু প্রবেশ করে৷ এই রোগের সুপ্তকাল ঌ-ঌ০ দিন৷

লক্ষণ
এই রোগের লক্ষণগুলোকে তিনটি স্তরে ভাগ করা যায়-
১. প্রাথমিক পর্যায়
সাধারণত তিন সপ্তাহের মধ্যে নিম্নলিখিত লক্ষণ প্রকাশ পায়ঃ
•    যৌনাঙ্গে এক বা একাধিক ব্যথাহীন মাঝারি আকৃতির ক্ষত সৃষ্টি হয়৷
•    যৌনাঙ্গের আশে পাশের লসিকা গ্রন্থিগুলো ফুলে যায় কিন্তু ব্যথা থাকে না৷
•    গর্ভবতী মহিলাদের বাচ্চার বৃদ্ধি ব্যাহত হয়, অকাল প্রসব বা মৃত সন্তান প্রসব হতে পারে৷
২. মাধ্যমিক পর্যায়
সাধারণত ২ থেকে ১২ সপ্তাহের মধ্যে নিম্নলিখিত লক্ষণ প্রকাশ পায়ঃ
•    গাঁ ম্যাজ ম্যাজ করে।
•    জ্বর (সাধারণত ১০১ ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত উঠতে পারে)৷
•    মাথা ব্যথা হতে পারে।
•    গলায় ঘা হতে পারে।
•    ওজন কমতে থাকে।
•    চামড়ায় বিশেষ ধরনের গোট হয় যা চুলকায় না।
•    শরীরে উষ্ণ এবং ভিজা স্থানে যেমন পায়ুপথের ঝিল্লিতে বিশেষ ধরনের গোটা বা ক্ষত হতে পারে৷
৩. বিলম্বিত পর্যায়
সাধারণত কয়েক বছর পর নিম্নলিখিত লক্ষণ প্রকাশ পায়ঃ
•    রক্তনালী, হৃদপিণ্ড এবং স্নায়ুর সমস্যা হতে পারে।
•    রোগী অন্ধ হয়ে যেতে পারে৷ এমনকি মৃত্যু পর্যন্ত হতে পারে৷
•    চামড়া অথবা চামড়ার নিচে টিউমারের মতো এক ধরনের গুটি দেখা যায়৷

প্রতিরোধ:
•    যৌনমিলনে কনডম ব্যবহার করতে হবে৷
•    মহিলাদের মাসিকের সময় পরিষ্কার কাপড় এবং প্যাড ব্যবহার করতে হবে৷
•    স্বামী বা স্ত্রী একজন অসুস্থ হলে দুজনেরই চিকিৎসা করাতে হবে৷
•    বিয়ের আগে দৈহিক মেলামেশা করা উচিত নয়।
•    স্বামী বা স্ত্রী ছাড়া অন্য কোনও নারী বা পুরুষের সঙ্গে দৈহিক মিলন অনুচিত৷

সূত্রঃ http://nhd.gov.bd

Leave a Reply