এইডস কি এবং কিভাবে এইডস ছড়ায়
এইডস কি
বর্তমান বিশ্বের বহুল-পরিচিত একটি নাম এইডস (AIDS)৷ এটি একটি মরণব্যধি৷ এইডস এর পুরো অর্থ অ্যাকোয়ার্ড ইমিউন ডেফিসিয়েন্সি সিনড্রোম৷ এইডস এইচআইভি(HIV) ভাইরাস দ্বারা সংক্রমিত রোগ৷ উন্নত অনুন্নত সকল দেশেই এইচআইভি আক্রান্ত হচ্ছে লক্ষ লক্ষ নারী, পুরুষ ও শিশু৷ বিশেষ করে ২০ থেকে ৪০ বছর বয়সী মানুষ বেশি আক্রান্ত হয়৷ এইডস প্রথম সনাক্ত করা হয় আমেরিকাতে, ১ঌ৮১ সালে৷ তবে প্রথম দেখা যায় ১ঌ৭০ সালের শেষদিকে আফ্রিকার বিষবিয় অঞ্চলে এবং ১ঌ৭৮ সালে যুক্তরাজ্যে৷ এইচআইভি ভাইরাস রক্তের শ্বেত কণিকাগুলোকে নষ্ট করে দেয়৷ ফলে এইচআইভি আক্রমণে দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা হ্রাস পায়৷ যার ফলে যেকোনো ধরনের রোগে শরীর খুব তাড়াতাড়ি দুর্বল হয়ে পড়ে৷
লক্ষণ
• শরীরের ওজন কমে যাওয়া
• ক্লান্তি বোধ করা
• দীর্ঘদিন ধরে জ্বর থাকা
• মুখে বা গলায় ঘা
• বমিবমি ভাব বা বমি
• এক মাসের বেশি সময় ধরে ডায়রিয়া
• মাথা, চোখ এবং মাংসপেশিতে ব্যথা
• গা ম্যাজ ম্যাজ করা
• চর্মের ওপর নানা ধরনের ফুসকুড়ি
• নাক-কান-গলার সমস্যা
• ঠোঁট ও যৌন অঙ্গের চারপাশে ধীরে ধীরে ফোসকা ও ঘা ছড়িয়ে পড়ে
নিম্নলিখিত কারণে মানুষের শরীরে এইডস ছড়াতে পারে
• এইডস আক্রান্ত ব্যক্তির সঙ্গে কনডম ছাড়া যৌনমিলন করলে
• এইডস আক্রান্ত ব্যক্তির রক্ত অন্য কোনো ব্যক্তি গ্রহণ করলে
• এইডস আক্রান্ত ব্যক্তির ব্যবহৃত যন্ত্রপাতি যেমন- সুঁচ, চাকু, কাঁচি, ব্লেড, ক্ষুর, সিরিঞ্জ ইত্যাদি ব্যবহার করলে
• একই সিরিঞ্জ দিয়ে শিরার মাধ্যমে একাধিক ব্যক্তি মাদকদ্রব্য ব্যবহার করলে
• এইডস আক্রান্ত নারী গর্ভধারণ করলে, গর্ভের সন্তানেরও এইডস হওয়ার সম্ভাবনা থাকে
• এইডস আক্রান্ত মায়ের বুকের দুধ পানের মাধ্যমে শিশু এইডস আক্রান্ত হতে পারে
এইডস আক্রান্ত ব্যক্তির সঙ্গে কোন ধরনের আচরণে ঝুঁকি নেই
• হাত মিলালে বা কোলাকুলি করলে
• এক সঙ্গে বসবাস, খাওয়া দাওয়া বা খেলাধুলা করলে
• একই পাত্রে খাদ্য গ্রহণ করলে
• একত্রে গোসল করলে বা একই পুকুরে গোসল করলে
• হাঁচি, কাশি ও থুথুর মাধ্যমে
• বিড়াল, কুকুর, বা গৃহপালিত পশু-পাখি হাত দিয়ে স্পর্শ করলে
• রোগীর সঙ্গে একই বিছানায় ঘুমালে বা রোগীর জামা-কাপড়, তোয়ালে-গামছা, থালা-বাসন, গ্লাস ব্যবহার করলে
• একই পায়খানা ব্যবহার করলে
• রোগীদের স্পর্শ করলে
• খাদ্য, পানীয়, মশা, মাছি, উকুন, আরশোলা, তেলাপোকা বা অন্য কোনো কীটপতঙ্গের মাধ্যমে এইডস ছাড়ায় না
প্রতিরোধ
• স্বামী বা স্ত্রী ছাড়া অন্য কোনও নারী বা পুরুষের সঙ্গে দৈহিক মিলন অনুচিত
• যৌনমিলনে প্রয়োজনে কনডম ব্যবহার করা উচিত
• অপরের দাড়ি কামানোর ব্লেড, ক্ষুর ব্যবহার করা উচিত নয়
• একাধিক ব্যক্তির সঙ্গে যৌনমিলন করা ঠিক নয়
• মাদকদ্রব্য ব্যবহার বন্ধ করতে হবে
• এইডস আক্রান্ত মহিলাদের গর্ভধারণ করা উচিত নয়
• রক্ত গ্রহণ করার পূর্বে এইচআইভি পরীক্ষা করে নেওয়া উচিত
• সুঁচ ও সিরিঞ্জ একবার ব্যবহার করা উচিত
• অস্ত্রোপচারের ক্ষেত্রে ডাক্তারদের সতকর্তা অবলম্বন করা উচিত
• বিয়ের আগে দৈহিক মেলামেশা করা উচিত নয়
কোথায় পরীক্ষা করাবেন
রক্তের এইচআইভি পরীক্ষার মাধ্যমে আমরা এইডস হয়েছে কিনা জানতে পারি৷বিনামূল্যে রক্তের এইচআইভি পরীক্ষা করানো হয় এমন কিছু প্রতিষ্ঠানের ঠিকানা দেওয়া হলো-
১. ইন্সটিটিউট অব পাবলিক হেল্থ (আইপিএইচ), মহাখালী, ঢাকা৷
২.ভাইরোলজি ডিপার্টমেন্ট, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটি (সাবেক পিজি হাসপাতাল) ঢাকা
৩.আর্মড ফোর্সেস ইন্সটিটিউট অব প্যাথোলজি, ঢাকা৷
৪.এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ, সিলেট।
৫.চট্টগ্রাম মেডিকেল কলেজ, চট্টগ্রাম৷
৬.খুলনা মেডিক্যাল কলেজ, খুলনা৷
৭.ভাইরোলজি ডিপার্টমেন্ট, ইনিস্টিটিউট অব এপিডেমিওলোজিক্যাল ডিজিজ কন্ট্রোল এন্ড রিসার্চ, মহাখালী, ঢাকা।
সূত্রঃ https://nhd.gov.bd